English Version
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:০১

মানিকছড়িতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
মানিকছড়িতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় এমরান হোসেন (২৪) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি সদর ইউনিয়নের একসট্ট্যা পাড়ায় নিজ বাড়ির পাশের একটি আম গাছ থেকে এই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব জানান, খবর পেয়ে পুলিশ কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণের পক্রিয়া চলছে বলে তিনি জানান।

নিহতের পিতা আব্দুল কাদের জানায়, এমরান হোসেন মানিকছড়ি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। শনিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা বলে সে ঘর থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরেনি। পরে রোববার সকালে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় ইমরানের লাশ দেখতে পায়। কি কারণে সে আত্মহত্যা তা জানা যায়নি।