English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১৫:১১

রাবিতে শিবির সন্দেহে আটক ২

সাকিব
রাবিতে শিবির সন্দেহে আটক ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (১৯ আগস্ট) রাত ১১ টায় শহীদ হাবিবুর রহমান হল থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা শিবির সন্দেহে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রাজিবুল হাসান সৈকত ও রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের আব্দুর রাজ্জাক। তারা দুজনেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুরের জুঁই ছাত্রবাসে থাকত।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৈকত, রাজ্জাকসহ ১০-১২ জন হবিবুর হলে ডাইনিং-এ খাওয়ার জন্যে আসে। এ সময় তাদের আচরণে সন্দেহ হলে হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ তাদের অতিথি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশকে খবর দেয়। পরে জিজ্ঞাসাবাদ শেসে সৈকত ও রাজ্জাককে পুলিশে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু জানান, ‘আচরণে সন্দেহ হওয়ায় ১০-১২ জনেক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুইজনকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এদের মধ্যে সৈকত বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য শেয়ার দেয়।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘এখনো তদন্ত চলছে। বিকেল ৫ টার পর তদন্তের অগ্রগতি বিষয়ে জানানো হবে।’