English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১২:৩১

এইচএসসি পাশ ৭৪.৭০ শতাংশ

অনলাইন ডেস্ক
এইচএসসি পাশ ৭৪.৭০ শতাংশ

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ফলাফল হিসেবে এবারে ৭৪.৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। কিন্তু গত বছরে এই পাশের হার ছিল ৬৯.৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চ মাধ্যমিকের ফলাফলের অনুলিপি তুলে দেন।

এছাড়া বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/) থেকে ফল জানতে পারবে।

এবার এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। গত ৩ এপ্রিল শুরু হয়ে ১২ জুন পর্যন্ত এবার এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়।