English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ২০:১৮

অনার্স পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনার্স পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অনার্স পরীক্ষার সময় ৪ ঘণ্টার পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা করার প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে কলেজের সামনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে অযৌক্তিক দ্রুত তা প্রত্যাহার করে আবার পরীক্ষার সময় ৪ ঘণ্টা করতে হবে। যদি এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হয় তাহলে শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুুঁশিয়ারি দেয়া হয়।

মানবন্ধনে রাজশাহী কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। কলেজের সামনে দাঁড়িয়ে মানববন্ধন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময় কমানোর প্রতিবাদ জানায় এবং আগের সময় ৪ ঘন্টা রাখার দাবি জানান।