English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৩:৫৮

গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে ডেল্টা মেডিকেল কলেজে মানববন্ধন

এমএজামান
গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে ডেল্টা মেডিকেল কলেজে মানববন্ধন

রাজধানীর গুলশানে হলি আর্টিজেন রেস্টুরেন্টে বীভৎস জঙ্গি হামলার প্রতিবাদে ডেল্টা মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

রোববার (৭ আগস্ট)  বেলা ১১ টায় মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশকে সাম্প্রদায়িক ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু দেশপ্রমিক নাগরিকরা ঐক্যবদ্ধভাবে সব জঙ্গিবাদী অপশক্তির মোকাবেলা করবে। তারা কখনোই বাংলদেশকে জঙ্গিবাদের ঘাঁটি হতে দেবে না।

সরকারকে কঠোর হস্তে এই জঙ্গিবাদী শক্তিকে দমন করার আহ্বান জানিয়ে মানববন্ধন করেন তারা।

ডেল্টা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জাহেদুর করিম (প্রিন্সিপ্যাল) সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ডা. ফজলুল করিম (ভাইস প্রিন্সিপ্যাল), সহকারি অধ্যাপক তাপস কুমার, ডা. হাসান মো. আব্দুল রইফ, ডা. রাসেল, ডা. আরমান জাহেদ, ডা. আসিফ ইমরান, ডা.ফারজানা ইসলাম, ডা. কানিজ প্রমুখ।

মানববন্ধনে ডেল্টা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জাহেদুর করিম (প্রিন্সিপ্যাল) বলেন, আমাদের লক্ষ্য-উদ্দেশ্য মানুষ গড়া, মানুষ হত্যা করা নয়। এই নৈতিক অবস্থানে থেকে যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি, জঙ্গিবাদের মূল উৎপাটিত করা সম্ভব হবে। আমাদের সন্তানেরা যেন ভুল পথে পা না বাড়ায়, সেজন্য সবাইকে সুষ্ঠু মেধা-মনন বিকাশে সহযোগিতা করা জরুরী।

এ ক্ষেত্রে যদি শিক্ষার্খীরা আন্তরিকভাবে এগিয়ে আসে এই সংকট থাকবে না। তাই যারা মগজ ধোলাই করে নৈতিকতাবিরোধী কাজ করতে শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে তাদের দমন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।  

গুলশানে হলি আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাহেদুর করিম বলেন, আমরা আর একটি প্রাণও হারাতে চাই না। বর্তমানে আমরা কেউ নিরাপদ নয়। তবে আমরা যদি একত্রিত হয়ে কাজ করি, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।

তাই তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের সব মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।