English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১১:৪০

ব্রিটিশ কাউন্সিল বন্ধে বিপাকে শিক্ষার্থীরা, সিকিউরিটি রিভিউ চলছে

অনলাইন ডেস্ক
ব্রিটিশ কাউন্সিল বন্ধে বিপাকে শিক্ষার্থীরা, সিকিউরিটি রিভিউ চলছে

অরিন আরাহা, ১০,’র খুব মন খারাপ। ব্রিটিশ কাউন্সিলের বই পড়া প্রতিযোগিতায় এবার তার অংশ নেওয়া হচ্ছে না। ৭ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্রিটিশ কাউন্সিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। অরিনের বাবা আমিনুল ইসলাম জানালেন, ব্রিটিশ কাউন্সিল এ বিষয়ে কিছুই জানায়নি। এমন একটি আয়োজন যাতে প্রতিবছর শত শত ছেলেমেয়ে অংশ নেয়, তারা একটা অনিশ্চয়তায় রয়েছে।

তবে অরিনদের চেয়েও অনিশ্চয়তায় রয়েছে অনেকে যারা ব্রিটিশ কাউন্সিলে ইংলিশ ল্যাঙুয়েজ কোর্স করেন। এই কোর্সের নতুন টার্ম শুরু হওয়ার কথা ছিলো ৬ আগস্ট (শনিবার)। যার প্রক্রিয়া অনেকটা সম্পন্ন হয়েছিলো। তবে হঠাৎই এই টার্মের ক্লাশ স্থগিত করা হয়েছে। কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা মোটেই নিশ্চিত হতে পারছেন না কবে এই টার্ম শুরু হবে।

আর সবচেয়ে বড় অনিশ্চয়তায় রয়েছে সেই শিক্ষার্থীরা যারা এবছর ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন (সিআইই) নিয়ে। আগামী নভেম্বরে এই পরীক্ষা। যার রেজিস্ট্রেশন ছিলো চলমান। হঠাৎ করেই ঢাকায় ব্রিটিশ কাউন্সিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামী ৫ আগস্ট এই পরীক্ষার জন্য নিবন্ধনের শেষ তারিখ ছিলো।