English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৬:৪৪

রাবিতে সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক
রাবিতে সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে সকাল ১০.৩০ ঘটিকায় সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা র‌্যালি নিয়ে সিনেট ভবন, প্যারিস রোড, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানব বন্ধনে মিলিত হয়।

এর পর সমবেত জাতীয় সংগীত ও জঙ্গী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন রাবি উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দীন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আজম, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো. আনিসুর রহমান, আরএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম, রাবি উপ উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রাবি শিক্ষার্থী নুসরাত জাহান, তানভীর আহমেদ অভি প্রমুখ।

সমাবেশে বক্তারা জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। সেই সাথে অভিভাবকদেরকে এ ব্যাপারে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন। ১ ঘণ্টা ব্যাপী আয়োজিত এ মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।