English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৬:২১

বুকের ব্যথায় রামেকে ভর্তি জসিম

অনলাইন ডেস্ক
বুকের ব্যথায় রামেকে ভর্তি জসিম

হঠাৎ বুকের ব্যথা ওঠায় রাজশাহী মহানগর শিবিরের সভাপতি জসিম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

রাজশাহী পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডাঃ রানা আহম্মেদ বলেন, তার সমস্যার কথা জানতে পেরে চেকআপ করার পর তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক  বলেন, শিবির সভাপতি জসিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কি সমস্যা সেটা জানিনা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা সেটাও জানিনা।

সিনিয়র স্যাররা সেটা বলতে পারবেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই তাকে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। এর পরের দিন তাকে অস্ত্র মামলায় গ্রেফতার ও শ্যোন এ্যারেস্ট দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়। পরে ২৮ জুলাই শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।