English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৭:১৬

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসানের সারা দেশে অবস্থিত ৯১টি ক্যাম্পাসসহ সব ধরনের  কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে এক আদেশ জারি করে। হাইকোর্টের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এম. সাইফুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। মন্ত্রণালয়ের একই আদেশে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অবৈধ এবং সনদ বাণিজ্যের অভিযোগ এনে গত চার বছরে হাইকোর্টে কয়েক দফা রিট হয়। পরবর্তীতে আদালত বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম অবৈধ বলে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির ৯১টি ক্যাম্পাসসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে।