English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৭:২৩

ননএমপিও শিক্ষকদের বেতন বন্ধের বৈধতা প্রশ্নে রুল

অনলাইন ডেস্ক
ননএমপিও শিক্ষকদের বেতন বন্ধের বৈধতা প্রশ্নে রুল

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষকদের বেতন ভাতা বন্ধের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার ( ২৫ জুলাই) একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ ৯ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেসুর রহমান।