রেজাউল হত্যার প্রতিবাদে রাবিতে মিছিল

অধ্যাপক রেজাউল হত্যার তিন মাস পূর্তিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সামাবেশে বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার তিন মাসেও দৃশ্যমান কোনও অগ্রগতি দেখতে পাইনি। আমাদের দেশে একটি সংস্কৃতি তৈরি হয়ে গেছে, বিচার না চাইলে বিচার পাওয়া যাবে না। তাই আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে।’ ধীরে ধীরে মামলা দীর্ঘসূত্রিতায় পরিণত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
জানতে চাইলে অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, ‘আমি এবং আমার পরিবারে একটই বক্তব্য আব্বুর হত্যা মামলা ক্ষমতার প্রভাব ও অর্থনৈতিক প্রবণতা থেকে যেন মুক্ত থাকে। আর মামলা যেন দীর্ঘসূত্রিতায় পরিণত না হয় সেজন্য যতদ্রুত সম্ভব সকল জড়িতদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’
গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাসার পাশেই খুন হন অধ্যাপক রেজাউল। এরপর থেকে বিচারের দাবিতে বিরতিহীন আন্দোলন করে আসছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে ১৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। তবে তারা ‘সাপ্তাহিক’ কর্মসূচি অব্যাহত রেখেছেন।