English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৯:০৮
রাজশাহী কলেজে

১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি শুরু

অনলাইন ডেস্ক
১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি শুরু

রাজশাহী কলেজে টানা ১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা শুরু হয়েছে। কলেজের ২৪টি বিভাগের প্রধানকে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান বলেন, গত ১৯ তারিখ থেকে ক্লাসে টানা ১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা শুরু হয়েছে।

আগামী ২৫ তারিখে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা নিয়ে তাদের অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলা হবে। অনুপস্থিতির সঠিক কারণ ও অভিভাবকের দেয়া তথ্য মিললে তাদের ছাড় দেয়া হবে।

তবে ঈদের পর থেকে ১০ দিনের উপস্থিতি দেখা হচ্ছেনা। ঈদের আগের উপস্থিতি ও অনুপস্থিতি দেখে আগামী ২৫ তারিখ পর্যন্ত অনুপস্থিত কিনা তা দেখে তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে।

তবে শিক্ষার্থীদের একটানা ১০ দিন অনুপস্থিত না থাকার নোটিশ ও অনুপস্থিত থাকলে দরখাস্ত দিয়ে বিভাগকে জানিয়ে দেয়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে। তবে কোন শিক্ষার্থী যদি অনুপস্থিতির যথাযথ কারণ ব্যাখা না করতে পারে তাহলে পরবর্তী করণীয় সভা ডেকে ঠিক করা হবে বলে তিনি আরো জানান।