English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৯:৪২

রাবিতে সাংস্কৃতিক জোটের র‍্যালী

অনলাইন ডেস্ক
রাবিতে সাংস্কৃতিক জোটের র‍্যালী

জঙ্গি হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাকসু ভবন থেকে একটি শোক র‍্যালি বের হয়েছে।

সেমাবার বেলা ১১ টায় শুরু করে র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এর পর জোটের নেতা কর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আকাশ কুমার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাবি ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়ন কর্মী  আসিফ, তীর্থক নাট্যদল কর্মী হীরা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার ও রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর।

সমাবেশে বক্তারা দেশে চলমান জঙ্গি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন ও নিহতদের পরিবারে প্রতি সহানুভূতি প্রকাশ করেন।