English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৫:২৪

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ২০ নভেম্বর

অনলাইন ডেস্ক
প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ২০ নভেম্বর

৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় রোববার (১৭ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সম্ভাব্য মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার জানিয়ে গণশিক্ষামন্ত্রী বলেন, মোট শিক্ষার্থীর ৩১ লাখ ২৫ হাজার প্রাথমিক সমাপনী ও ৩ লাখ ২০ হাজার ইবতেদায়ি সমাপনী পরীক্ষা দেবে।

এবার ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৩০০ টাকা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২২৫ টাকা হারে ভাতা পাবে জানান তিনি।

পরীক্ষার সময়সূচি- প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।