English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৬:৩১

বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

ছত্রিশতম বিসিএসের পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষা গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেন।

গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।