শিক্ষার্থীদের আগমনে প্রাণ পেল রাবি

পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটির পর মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। শিক্ষার্থীদের গল্প আড্ডা গানে আবারো মুখরিত হয়েছে রাবি ক্যাম্পাস। যেন নতুন করে বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে।
দীর্ঘ ১৫ দিন ক্যাম্পাস বন্ধ থাকার পর মঙ্গলবার প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বুধবার (১৩ জুলাই) দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। সকলে পরিবার পরিজন ছেড়ে ক্যাম্পাসে এসে যেন নতুন পরিবারের সঙ্গে মিশে গিয়েছে। পুরো ক্যাম্পাসে ছিল তাই আনন্দের ছোঁয়া।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, টুকিটাকি চত্বর, শহিদুল্লাহ কলা ভবনের সামনে আম বাগান, ফোকলোর মাঠ, পরিবহন মার্কেট, সাবাস বাংলাদেশ চত্বর, লাইব্রেরি চত্বর, তৃতীয় বিজ্ঞান ভবনের সামনের জায়গাসহ পুরো ক্যাম্পাস আড্ডায় মুখরিত ছিল।
কথা হয় টুকিটাকি চত্বরে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকা ইতিহাস বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী জুল হকের সঙ্গে। তিনি বলেন, পরিবারের সাথে ঈদ করে বাড়ি ছেড়ে আসতে খারাপ লাগলেও প্রাণের ক্যাম্পাসে এসে বাড়ির কষ্ট ভুলে গিয়েছি। সকালে এসে তিনটি ক্লাস করেছি। স্যারদের সঙ্গে ঈদের আনন্দ বিনিময় হলো। এরপর বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে আড্ডা দিতে ভালোই লাগছে।
গত ২৭ জুন থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত রাবির সকল ক্লাস বন্ধ থাকার পর মঙ্গলবার পুনরায় ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ ছুটিতে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকে। তবে গত সোমবার সকালেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়।