English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৬ ১৫:৩৩

রাবি খুলবে কাল

নিজস্ব প্রতিবেদক
রাবি খুলবে কাল

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মঙ্গলবার খুলবে। বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ওইদিন থেকে শুরু হবে।

সোমবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে।

ঈদ উপলক্ষে গত ২৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম এবং ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।