ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউরকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে প্রবন্ধ লেখায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (০১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাউর রহমানকে অব্যাহতি দিয়ে অফিস আদেশ জারি করেছে। এতে সই করেছেন উপ-রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দীন আহমেদ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘স্মরণিকায় লেখাটি রেজাউর রহমানের লেখা। যেহেতু এটা ভারপ্রাপ্ত রেজাউর রহমানের ‘বাইলাইন লেখা’ তাই এর দায়-দায়িত্বও তার। এ কারণে রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদযাপন কমিটির সদস্য সচিব। তিনি ‘স্মৃতি অম্লান’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি অংশে লিখেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।
বিষয়টি নজরে এলে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন ও শোভাযাত্রা শেষে টিএসসিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিষয়টির প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সদস্য সুভাষ সিংহ রায়।
পরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রসপেক্টাসটি বাজেয়াপ্ত ঘোষণা করেন এবং তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেন। এবং এই পরিস্থিতিতেই রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।