English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৪:৩৯

বেসরকারি শিক্ষক নিয়োগ ২০ জুলাই

অনলাইন ডেস্ক
বেসরকারি শিক্ষক নিয়োগ ২০ জুলাই

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের সময় পরিবর্তিত হয়েছে। সেই হিসেবে আগামী ২০ জুলাই থেকে ১০ অগাস্টের মধ্যে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট ও অ্যাপের (www.ntrca.gov.bd ও ngi.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া জেলা ও বিভাগীয় শহরভিত্তিক শিক্ষকের চাহিদার একটি একীভূত তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশ করার হয়েছে।