English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৭:৪৬

রুয়েটে ভর্তি ২৬ অক্টোবর

অনলাইন ডেস্ক
রুয়েটে ভর্তি ২৬ অক্টোবর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানদের সমম্বয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এই সিন্ধান্ত গৃহীত হয়েছে।

রুয়েটের ভিসি প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, আসন্নভর্তি পরীক্ষা পদ্ধতি গত বছরের মতই বলবৎ থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিভিন্ন পত্রিকায় এবং রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে।

সভায় যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর নীরেন্দ্র নাথ মুস্তাফী,ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ, এ্যাপলাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. মো. মাজেদুর রহমান, ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কম্পিউটার সায়েন্স (আইআইসিএস)এর পরিচালক প্রফেসর ড. মো. শহীদ উজ জামানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন।