English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ১৫:৫৭

বাস ভাঙচুর করলেন রাবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
বাস ভাঙচুর করলেন রাবির শিক্ষার্থীরা

বাস কাউন্টারে কথা কাটকাটির জেরে নগরীর বিনোদপুর এলাকায় শিশির পরিবহন নামের একটি বাস ভাঙচুর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ ঘটনার পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বিনোদপুর বাজার থেকে সরিয়ে দেয়।

সোমবার (২৭ জুন) সকাল সাড়ে নয়টায় রাজশাহীর মহানগরীর বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাবির শিক্ষার্থীরা টিকিট কাটার জন্য রাজশাহী বাস স্টান্ডে আসে। এসময় তাদের টিকেট নিয়ে কাউন্টার এলাকায় কথা কাটাকাটি হয়। পরে রাবির শিক্ষার্থীরা সেখান থেকে চলে এসে বিনোদপুর বাজারের রাস্তা অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে জানজট সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা শিশির পরিবহরে একটি বাসে ভাংচুর চালায়।

এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়। পরে বিনোদপুর বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়েন্ত্রণে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, শিক্ষার্থীরা সেখানে নেই। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।