English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ১৫:৩৯

রাবিতে ঈদের ছুটি শুরু

অনলাইন ডেস্ক
রাবিতে ঈদের ছুটি শুরু

শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজ সোমবার (২৭ জুন) থেকে ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে ১১ জুলাই পর্যন্ত।

রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৭ জুন সোমবার থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত রাবির সকল ক্লাস বন্ধ থাকবে। ১২ জুলাই পুনরায় ক্লাশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।

হল বন্ধের বিষয়ে অধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলাম বলেন, আগামী ৩০ জুন বিকেল ৩টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ১১ জুলাই সকাল ৯টায় হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে।