English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১২:৩৬

এইচএসসির ভর্তির তালিকা প্রকাশ আজ

অনলাইন ডেস্ক
এইচএসসির ভর্তির তালিকা প্রকাশ আজ

উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার ১৬ জুন। আর আসনের বিপরীতে নির্বাচিত তালিকা থেকে ১৮ থেকে ২২ জুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

গত ১০ জুন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির পক্ষ থেবে জানানো হয় প্রথম দফায় নির্বাচিতদের ভর্তির পর অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত।

তবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। আর এবারের একাদশের ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই।

এদিকে গত ২৬ মে থেকে শুরু হয়ে একাদশ শেণীতে ভর্তির আবেদন। আর আবেদনের শেষ সময় ছিল বুধবার (১৫ জুন) রাত ১২ টা পষন্ত।  এই সময়ের মধ্যে মোট ১৩ লাখ ৮০৬ শিক্ষার্থী কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পাস করে।