English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৫:৩৯

শেকৃবি’র ১০ শিক্ষার্থীকে বহিষ্কার সুপারিশ

অনলাইন ডেস্ক
শেকৃবি’র ১০ শিক্ষার্থীকে বহিষ্কার সুপারিশ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষক লাঞ্চনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা রক্ষা কমিটি দুই অনুষদের ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.পরিমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে শৃংখলা বোর্ড এ সুপারিশ করেছে।  
 
প্রশাসন সূত্র জানিয়েছে, আগামী ১৮ জুন সিন্ডিকেট সভায় শৃংখলা বোর্ডের সুপারিশ চূড়ান্ত হবে। এ সুপারিশ কার্যকর হলে বহিষ্কৃত শিক্ষার্থীরা এক থেকে দেড় বছর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে নিষিদ্ধ হবেন।
 
বহিস্কারে সুপারিশ হওয়া পশুপালন ও ভেটিরিনারী মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা হলেন- সাদ্দাম পাটোয়ারী, তনয় চক্রবর্তী, শাকিল আক্তার সৈকত, সামিউল হক।
 
আবার বহিস্কারে সুপারিশ হওয়া আকিব জাবের এবং কৃষি ব্যবসা ও বিপণন (এবিএম) অনুষদের শিক্ষার্থীরা হলেন- কাজী ফয়সাল আহমেদ, জাহিদুজ্জামান জাহিদ, মশিউর রহমান, শাহজালাল আকন ও মেহেদি হাসান।