English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৮:১৬

শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নেেএমপিদের ভূমিকা থাকবে

অনলাইন ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নেেএমপিদের ভূমিকা থাকবে

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রধান না থেকেও শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে সংসদ সদস্যরা (এমপি) ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সাংসদরা থাকতে পারবেন না বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত এ রায়ের বিষয়ে রোববার (১২ জুন) নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আমরা কিভাবে কার্যকর করবো, সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে, সেই রায় দেখে করবো।

এর আগে গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ (২) এবং ৫০ ধারাকে বাতিল করে রায় দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।