English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৬:৪৪

রাবিতে ছাত্রলীগকর্মীদের উপরে হামলা

অনলাইন ডেস্ক
রাবিতে ছাত্রলীগকর্মীদের উপরে হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মীদের মারধোর করেছে দুর্বৃত্তরা ।

শনিবার (১১ জুন) রাত ১১.৪৫ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম নামে দুই ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়।

জানা যায়, আহতরা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১১.৪৫ টার দিকে রিংকু ও সাইফুলসহ আরো কয়েকজন মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ষ্টেশন এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় মুখোশধারী  প্রায় ৭ জন এসে তাদের উপর হামলা চালায়। তাদের মারধোর করতে থাকলে অন্যান্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা উভয়েই রামেক হাসপাতলে চিকিৎসাধীন আছেন।