English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৬:২৪

প্রফেসর হত্যার সুষ্ঠু তদন্তর দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রফেসর হত্যার সুষ্ঠু তদন্তর দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর  এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাসহ দেশে যে নিয়মিত হত্যার ঘটনা ঘটছে। এতে রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ধরনের গুম-হত্যা রুখতে হলে আমাদের সকলে মিলে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন করতে হবে।
 
শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি বিভাগের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এফ এম মাসউদ আখতার।
 
সভাপতি বলেন, প্রফেসর রেজাউল করিমের হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি। তাই আবারো প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যেন অপরাধীদের শাস্তি দেয়া হয়।
 
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. শেহনাজ ইয়াসমীন, ড. মো. শহীদুল্লাহ, মো. জহুরুল ইসলাম, অসীম কুমার দাস, মো. শহীদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রুবাইদা আখতার, ড. মো. মোমিনুল ইসলাম সহ বিভাগের শতাধিক শিক্ষক শিক্ষার্থীরা।