English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৫:১৭

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৯

অনলাইন ডেস্ক
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৯

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৮ জুন) রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে কয়েকটি কোচিং সেন্টারের লোকজনও রয়েছে। এদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ভুয়া প্রশ্নপত্রও উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানিয়েছেন জড়িতদের দেয়া তথ্য অনুযায়ী প্রশ্ন ফাঁসের সাথে সরকারি ছাপাখানা বিজি প্রেসের কর্মচারীরাও জড়িত। তবে তাদের ধরা যায়নি। 

মাসুদুর রহমান বলেন, বিজি প্রেসের একদল কর্মচারী প্রশ্ন ছাপানোর সময় তা দেখে দেখে মুখস্থ করে। পরে তা অন্যদের বলে এবং তারা সেটা শুনে কম্পোজ করে প্রশ্নপত্র তৈরির চেষ্টা করে। অবশ্য প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।