English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৭:২৩

মির্জাপুরের স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
মির্জাপুরের স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাঈদ নুরু (৭০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় মঙ্গলবার (৭ জুন) রাতে এ ঘটনা ঘটে।

পরে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আবু সাঈদ নুরু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার ওই শিক্ষকের স্ত্রী তার বাড়ির পাশেই ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এ কারণে রাতে শিক্ষক নুরু নিজ ঘরে একাই ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে গিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করে।

তার দুই ছেলে ঢাকায় ও মেয়ে স্বামীরবাড়িতে থাকেন।

বুধবার দুপুরে স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও টিনের বেড়া কাটা দেখতে পান। পরে ঘরের ভেতর গিয়ে রক্তাক্ত স্বামীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এরপর প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন খান জানান, ১৫ বছর আগে তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। হত্যা মামালার আসামিরা এখন জামিনে রয়েছেন। আগের হত্যার সঙ্গে এ হত্যার কোনো মিল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।