English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৮:০৮

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ কাল

অনলাইন ডেস্ক
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ কাল

২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল আগামীকাল বা বুধবার (৮ জুন) প্রকাশ করা হবে। এবারে ৩২ হাজার শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য যে মোবাইল সংযোগ থেকে আবেদন করা হয়েছে সে নম্বরে ফলাফল পাঠিয়ে দেয়া হবে। একই সাথে এ ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

এদিকে একাদশে ভর্তি আবেদনের প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (৯ জুন)। গতকাল (সোমবার) রাত ১০টার হিসাব অনুযায়ী ১১ লাখ ৯ হাজার শিক্ষার্থী তাদের পছন্দের বিভিন্ন কলেজে আবেদন করেছে।

পুননিরীক্ষণের ফল প্রকাশ এবং একাদশে আবেদনের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামীকাল ফল প্রকাশ করা হবে। যাদের ফল ইতিবাচক হবে তারা কাল পরশু এ দুদিনে নিজেদের পছন্দের কলেজে একাদশে ভর্তির আবেদন করে নিতে পারবে। ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।