English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৮:১৭

দেড় মাসের ছুটি জাবিতে

অনলাইন ডেস্ক
দেড় মাসের ছুটি জাবিতে

গ্রীষ্মকালীন, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট ৪১ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে আগামী ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ১৪ দিন সব আবাসিক হল বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, ছুটিকালীন শুধুমাত্র ক্লাস বন্ধ থাকবে। যেসব বিভাগের ফাইনাল পরীক্ষা চলছে যথারীতি পরীক্ষা চলবে।

এছাড়া ছুটি শেষে ১৮ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।