English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৮:২৬

‘ধূমপান নয়, চাই প্রাণবন্ত তারুণ্য’ স্লোগানে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

অনলাইন ডেস্ক
‘ধূমপান নয়, চাই প্রাণবন্ত তারুণ্য’ স্লোগানে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ধূমপান নয়, চাই প্রাণবন্ত তারুণ্য এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট (স্যাম) বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত র‌্যালিটি মঙ্গলবার (৩১ মে) সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কলাভবন, ডাকসু, কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি ঘুরে ঢাবি উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ঢাবির বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ এবং গণযোযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, স্যামের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত লে. জেনারেল আব্দুল হাফিজ ও স্যামের সদস্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপাচার্য কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এসময়ে ঢাবি ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করায় ঢাবি উপাচার্যকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে স্যাম।