English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ২০:২৮

ফেসবুকে লাইক দেয়াতে শিক্ষককে বরখাস্ত

অনলাইন ডেস্ক
ফেসবুকে লাইক দেয়াতে শিক্ষককে বরখাস্ত

ফেসবুকে ধর্মবিষয়ক অন্যের লেখায় লাইক দিয়ে তোপের মুখে পড়েছে বগুড়ার শেরপুর উপজেলায় শিক্ষক বিপ্লব কুমার রায়। এ ঘটনায়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। 

পাশাপাশি ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে ওই কর্তৃপক্ষ। ঘটনার পর উপজেলা নিবার্হী কর্মকতা, শিক্ষা অফিসার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) বিপ্লব কুমারের বিরুদ্ধে ধর্ম নিয়ে আপত্তি কর এক স্ট্যাটাসে লাইক দেয়ায় ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। কৃষ্ণ কুমার নামের এক ফেসবুক একাউন্টের ঐ স্ট্যাটাসে লাইক দেয় বিপ্লব।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, কৃষ্ণ কুমার নামের ঐ একাউন্টটি শিক্ষক বিপ্লব কুমারের। আর লেখাটিতে তিনি লাইক দিয়েছেন। এ নিয়ে রোববার বিকালে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আজ সকালে শিক্ষক বিপ্লব কুমারের বিচারের দাবিতে এলাকার লোকজন স্কুলে যায় বলে জানান প্রধান শিক্ষক সুদেব পাল।

এর প্রেক্ষিতে স্কুলের ক্লাস ছুটি দিয়ে তাৎক্ষনিক ম্যানেজিং কমিটির সভা আহবান করে কর্তৃপক্ষ।  পরে ম্যানেজিং কমিটি শিক্ষক বিপ্লব কুমারকে সাময়িক বরখাস্ত করে এ ঘটনায় ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।