English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৯:০৭

মুক্তিযোদ্ধা কোটায় ৩৪৪০ শূন্য পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধা কোটায় ৩৪৪০ শূন্য পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৩ হাজার ৪৪০টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

২৪ মে স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার (২৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি ৬১ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) গিয়ে আবেদন করা যাবে।

প্রার্থীকে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১৬৬.৫০ টাকা পরিশোধ করতে হবে।