English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৬:৫০

ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধ

অনলাইন ডেস্ক
ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার নির্বাহী ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেন।

নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, চলমান ক্লাস পরীক্ষা অব্যাহত রাখাসহ ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সব ধরনের মিছিল-মিটিং, সমাবেশ, মহড়া, র‌্যালি, মানববন্ধন, বহিরাগতদের প্রবেশ, ছাত্র সংগঠনের দলীয় টেন্টে অবস্থান করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ক্যাম্পাসের সার্বিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে এই নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সময়-সুযোগ বুঝে তা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।