English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১০:২০

কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক
কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা আজ
কওমি মাদ্রাসা বোর্ড লোগো।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে।

আজ সোমবার (৯মে) সকাল থেকে এই শুরু হওয়ার কথা রয়েছে। 

সারা দেশে দরসিয়াতের ৬৯৩টি, হিফযুল কুরআনে ১৯০টি ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআতে ৬২৮টি কেন্দ্রে ৭টি স্তরে সর্বমোট ৮৬১৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তন্মধ্যে দরসিয়াত পুরুষ ৪৫৬১৩ জন, মহিলা ২৭৯০৮ জন, হিফযুল কুরআন ১১৯৯৮ জন এবং ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআতে ৬২৮জন।