English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৫:৫৩

রাবির অধ্যাপক হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ

অনলাইন ডেস্ক
রাবির অধ্যাপক হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সব কার্যক্রম আজও ছিল বন্ধ।
 
সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন। ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারা জানান, তাদের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সোমবার শেষ হচ্ছে। মামলার অগ্রগতি দেখে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে শনিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম  দেওয়া হয়।  যা আজ সোমবার শেষ হচ্ছে। মানববন্ধনে শিক্ষকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপিও ভিসির কাছে হস্তান্তর করা হয়। মানববন্ধনে রাবির ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা অংশ নেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিমের নিজ বাসার সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে শনিবার, রোববার ও সোমবার সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।