English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ২৩:৩৯

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ মঙ্গলবার

অনলাইন ডেস্ক
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হবে। এ ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd তে পাওয়া যাবে।

শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। আজ সোমবার (১৮এপ্রিল) এ ঘোষণা করেছে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আগে আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা ও থানাভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।