English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১১:০৭

জাবি ছাত্রদল সহ সভাপতি পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ

ষ্টাফ রিপোর্টার
জাবি ছাত্রদল সহ সভাপতি পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহীম খলিল বিপ্লবকে পিটিয়ে গুরুতর আহত করেছে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিপ্লব বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী। গুরুতর আহতাবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাস ভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পিটিয়ে আহত করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিপ্লব হলে এলে ছাত্রলীগের উপ-মানব বিষয়ক সম্পাদক ফিরোজুর রহমান সবুজ, সহ-সম্পাদক মেহেদী হাসান রোমান ও কার্যকরী সদস্য ইবনে সউদ মিশুর নেতৃত্বে মো. উজ্জ্বল হোসেন, সাদ্দাম হোসেন, ইমরান, রোকন, আরিফ, জুবায়েরসহ ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী তাকে বেধড়ক পেটায়।

পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. শরিফ হোসেন জানান, বিপ্লবের অবস্থা গুরুতর দেখে তাকে আমরা এনাম মেডিকেলে পাঠিয়েছি। তাকে কে বা কারা মেরেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি। পরবর্তীতে খোঁজ নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।