English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৫:২৭

বিসিএস আবেদনে হেলপ লাইন

অনলাইন ডেস্ক
বিসিএস আবেদনে হেলপ লাইন

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আবেদন পূরণ সংক্রান্ত কারিগরি সহায়তা বা পরামর্শ প্রদানে হেলপ লাইন নম্বর চালু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১১ এপ্রিল) পিএসসি’র ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

বিজ্ঞপ্তি অনুসারে, হেলপ লাইনের নম্বরগুলো হলো- ০১৫৫৫-৫৫৫১৪৯, ০১৫৫৫-৫৫৫১৫০, ০১৫৫৫-৫৫৫১৫১ এবং ০১৫৫৫-৫৫৫১৫২। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেলিটকের নম্বরগুলোতে যোগাযোগ করে পরামর্শ নেওয়া যাবে। গত ৩১ মার্চ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে আগামী ২ মে সন্ধ্যা ৬টায়।

এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২০ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

নিয়মানুযায়ী, ক্যাডার পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে পিএসসি।