English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৭:৫৯

স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ রেখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন- ২০১৬ এর' খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ১০১তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান। শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্পর্কে সংবাদ সম্মেলনে মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা আছে। আইন সংশোধন করে স্নাতকোত্তর পর্যায়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডির বৃত্তি প্রদান করা হবে। এছাড়া আইনের অধীনে নীতিমালা প্রণয়নেরও ক্ষমতা দেয়া হয়েছে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে সেনা নিবাস আইন ২০১৬ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। তবে এটি পরীক্ষা-নিরীক্ষা করে আবার মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে।