সিকৃবিতে প্রক্টর রেজিস্ট্রার হাতাহাতি, ৫৫ শিক্ষকের পদত্যাগ

সিলেট প্রতিনিধি: শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৫ শিক্ষক উপাচার্য বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া বুধবার শিক্ষকরা ক্লাস বর্জন করায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
সিকৃবি সূত্রে জানা যায়, সিকৃবিতে ২৫ জন শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করছিলেন প্রক্টর মো. আবদুল বাছেত।
গত মঙ্গলবার রাতে মৌখিক পরীক্ষা বোর্ড থেকে বের হওয়ার পর প্রক্টরকে পেয়ে কুৎসা রটনার কারণ জানতে চান রেজিস্ট্রার। এ সময় প্রক্টর বাছেত রেজিস্ট্রার শোয়েবকে লাঞ্ছিত করেছেন। এ ঘটনায় শোয়েবও চড়াও হন প্রক্টরের উপর। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা দুইভাগে বিভক্ত হয়ে পড়েন।
এর জের ধরে বুধবার সকাল থেকে শুরু হওয়া এ উত্তেজনা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। অপরদিকে রেজিস্ট্রার শোয়েবের অপসারণের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষকরা। প্রক্টরের পক্ষ নিয়ে রেজিস্ট্রারের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক উপচার্যের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শোয়েব জানান, শিক্ষক নিয়োগে অবৈধ আবদার না রাখায় প্রক্টর বাছেত আমার উপর হামলা চালিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করছেন। তবে িএব্যাপারে প্রক্টরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম বলেন, কিছু শিক্ষক তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিগগিরই সমস্যার সমাধান করা হবে।