English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১৯:৩১

আইইউবিএটিতে সাকসেস সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আইইউবিএটিতে সাকসেস সামিট অনুষ্ঠিত

রোটারী ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮১ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি এর উদ্যোগে ১৪ই মার্চ ২০১৬ইং তারিখে আইইউবিএটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাকসেসা সামিট-১ অনুষ্ঠিত হয়। যুবসম্প্রদায়ের পেশাগত সম্ভাবনাকে বিকশিত করাই ছিল সামিটের মূল প্রতিপাদ্য।

সামিটের প্রধান অতিথি ছিলেন শ্রীলংকা থেকে আগত রোটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান কে. আর রভিন্দ্রান। আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুর আলি এবং এ্যাসুরেন্স মনি গ্রুপ এর চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন খাঁন। বক্তরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেনে এবং তারা কিভাবে প্রতিকুলতাকে সামলে এগিয়ে গিয়েছেন তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়া সভাপতিত্ব করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।

রোটারী ইন্টারন্যাশনাল ডিসট্রিক ৩২৮১ ক্লাবের গভর্নর, রোটারিয়ান জনাব এস.এ.এম শওকত হোসেন কনফারেন্স এর আহবায়ক ও পরিচালক ছিলেন।

প্রধান অতিথির পরিচয় তুলে বক্তব্য করেন পিডিজি রোটারিয়ান সেলিম রেজা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান ড. ইসতিয়াক আবিদুজ্জামান এবং সমাপ্ত বক্তব্য রাকেন রোটারী ইন্টারন্যাশনাল ডিসট্রিক ৩২৮১ ক্লাবের গভর্নর, রোটারিয়ান জনাব এস.এ.এম শওকত হোসেন কনফারেন্স এর আহবায়ক ও পরিচালক।