English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১২:১৭

ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জিডি

নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জিডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় থানায় জিডি করেছেন। বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এমন অভিযোগ এনে এ জিডি করেন তিনি।

সোমবার সকালে যোগাযোগ করা হলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনীত কুমার রায়েন জিডির বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, গত রোববার ‘গরম খবর খবর’ নামে ফেসবুকের একটি পেজে উপ-উপাচার্যকে নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হলে ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবি থানায় জিডি করেন।

জিডিতে বলা হয়, গত ১৩ মার্চ  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘গরম খবর খবর’ নামের একটি পেজে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কিছু কর্মকর্তাদের নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ইবিতে কর্মকর্তা-কর্মচারীদের ইস্যুবিহীন আন্দোলনের ধূম পড়ে গেছে। ইস্যু যাই হোক না কেন মূল ব্যাপার হল ভিসিকে তাড়ানো.....ইত্যাদি।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, 'একটি ফেইক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এটি মানহানিকর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।'