English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১১:১১

ট্রেনের নিচে দুই পা হারালো চবির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
ট্রেনের নিচে দুই পা হারালো চবির শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে পড়ে দুই পা কাটা পড়ল আমিনুল ইসলাম নামের এক শিক্ষার্থীর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) ভর্তি করা হয়।

আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, আমিনুল শহর থেকে ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে আসছিল। বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেন দাঁড়ানোর আগেই সে ট্রেন থেকে লাফ দিয়ে নামতে চেষ্টা করে। কিন্তু তার পা দুটি ট্রেনের নিচে চলে যায়।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেকে পাঠানো হয় বলেও জানান তিনি। তার অবস্থা আশঙ্কাজনক।