English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৮:২০

হরতালেও চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
হরতালেও চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

 

যুদ্ধাপরাধী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ডাদেশ বহালের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে আগামীকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। তবে এ হরতালের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (নিয়মতি, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান।

উল্লেখ্য, গত ৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে ৮ মার্চ অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। এবং এ পরীক্ষা ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়। এখন পূর্বঘোষণা অনুসারে আগামীকাল বুধবার নির্দিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।