English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৪১

শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্তরাখতে হবে : মায়া

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্তরাখতে  হবে : মায়া

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্তরাখতে শিক্ষক ও অভিবাবকদের সচেতন হবার আহবান জানিয়েছেন। আজ বুধবার রাজধানীর মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। কলেজের অধ্যক্ষ সেলিনা শামসর সভাপতিত্বে অনুষ্ঠানে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আওলাদ হোসেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টিপু প্রমুখ বক্তব্য রাখেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আলোকিত মানুষ হিসাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে তাদের একাডেমীর শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। দেশের পতাকা ও মাটি নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে তরুণ প্রজ¤েœর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স হয়েছে, এখন তাদের সন্তানদের দায়িত্ব দেশকে শত্রু মুক্ত রাখা। এই দেশের পতাকা ও মাটি নিয়ে কেউ যেন নতুন করে ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়েও সজাগ থাকার ব্যাপারেও তিনি দেশবাসীর প্রতি আহবান জানা।