English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪৯

তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা
অনার্সের ফরম পূরণে বর্ধিত ফি বাতিলের দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কলেজের কিছু শিক্ষার্থী। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
 
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে। গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বিষয়টি জান‍ান।
 
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।