English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৪

শ্যামলীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
শ্যামলীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

রাজধানীর শ্যামলী এলাকায় আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন।

শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের কারণে শ্যামলী ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দেখা দিয়েছে তীব্র যানজট।
 
শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় তাদের এক সহপাঠী নিহত হন। ওই ঘটনার প্রতিবাদ জানাতেই তারা সড়ক অবরোধ করেছেন।
পুলিশে জানিয়েছে, শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।