English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৫৪

অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে আজিজুল হক কলেজের ফরম পূরণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে আজিজুল হক কলেজের ফরম পূরণ বন্ধ
শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ বন্ধ করে দেওয়া হয়েছে।
 
বুধবার দুপুরে ছাত্রলীগ নেতৃবৃন্দের বাধার কারণে ফরম পূরণ কার্যক্রম বন্ধ করে কলেজ কর্তৃপক্ষ।
 
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, 'ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন খবর পেয়ে আমরা অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলতে যাই। বেলা সাড়ে ১১টার দিকে কলেজের স্টাফ রুমে আমরা স্যারদের সঙ্গে বসি। সেখানে আমরা অযৌক্তিক বিভিন্ন খাতের নামে কেন অর্থ আদায় করা হচ্ছে তার কারণ জানতে চাই।
 
কিন্তু তারা কোন সদুত্তর দিতে পারেনি। উল্টো ওইসব খাতে অর্থ আদায় অব্যাহত রাখার সিদ্ধান্তে তারা অটল থাকেন। ফলে সেখান থেকে বেড়িয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাধ্য হয়েই ফরম পূরণ কার্যক্রম বন্ধ রাখতে বলি।' ফরম পূরণ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ প্রফেসর শামস-উল আলম বলেন, ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য কয়েকজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি খুব শিগগিরই সব কিছু ঠিক হয়ে যাবে।